এখন পর্যন্ত ক্রিকেটের ইতিহাসে মাঠে একসঙ্গে অনেক সময়ই দুই ভাইকে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে। মার্ক ওয়া-স্টিভ ওয়া, অ্যান্ডি ফ্লাওয়ার-গ্রান্ট ফ্লাওয়ার জুটি অন্যতম। তবে ২২ গজে একসঙ্গে এক ম্যাচে খেলেছেন বাবা-ছেলে জুটি এমন নজির খুব বিরল। তেমন এক বিরলতম ঘটনার সাক্ষী থাকল আমিরাতের শারজা ক্রিকেট গ্রাউন্ড।
আফগানিস্তানের জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার মহম্মদ নবি এবং তার ছেলে হাসান নবিকে একসঙ্গে ক্রিকেটের ময়দানে খেলতে দেখার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। বর্তমান সময়ে ৩৮ বছর বয়সেও দাপটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট খেলে চলেছেন মহম্মদ নবি।
আইপিএলে-সহ সারা বিশ্বের নামীদামি সমস্ত টি-২০ লিগে খেলতে দেখা গিয়েছে তাকে। নবির পুত্র হাসান ১৬ বছর বয়সেই আফগান লিগে খেলছেন। এবার শারজা টি-২০ লিগে একসঙ্গে খেলতে দেখা গেল এই পিতা-পুত্র জুটিকে। দীর্ঘ ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে চলেছেন নবি।
এদিকে ছেলের সঙ্গে এক ড্রেসিংরুম শেয়ার করার অনুভূতিই যে আলাদা তা জানাতে ভোলেননি মহম্মদ নবি। সিবিএফএস ২০২২ শারজা টি-২০ তে একসঙ্গে খেলতে দেখা গেল তাদের। টি-২০ লিগে একসঙ্গে খেলার পরে এবার জাতীয় দলের হয়েও একসঙ্গে খেলার ইচ্ছা প্রকাশ করলেন তিনি।